বিভিন্ন ধরনের অর্ডার


                                                            
ইনস্ট্যান্ট এক্সিকিউশন

আপনি যদি বর্তমান মার্কেট মূল্যে অর্ডার প্লেস করতে চান তাহলে সেটা ইনস্ট্যান্ট এক্সিকিউশনে করতে হয় ।  আপনি বাই/সেল যেকোন বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ট্রেড শুরু হয়ে যাবে ।

পেন্ডিং অর্ডার

যদি প্রাইস একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে আপনি ট্রেড শুরু করতে চান তাহলে আপনাকে পেন্ডিং অর্ডার ব্যাবহার করতে হবে । পেন্ডিং অর্ডারের আবার ধরন আছে ।
 
লিমিট অর্ডার

  • সেল লিমিট: যখন আপনি বর্তমান প্রাইসের চেয়ে বেশি ভ্যালুতে সেল করতে চান, তখন এটা ব্যবহার করেন ।ধরুন EUR/USD এর বর্তমান প্রাইস .৩২৬৫ । আপনি সেল করতে চান যখন প্রাইস.৩৩১৫ যাবে ।তখন আপনি সেল লিমিট অর্ডার দেবেন ।
  • বাই লিমিট: যখন আপনি বর্তমান প্রাইসের চেয়ে কম ভ্যালুতে বাই করতে চান, তখন এটা ব্যবহার করেন । ধরুন EUR/USD এর বর্তমান প্রাইস.৩২৬৫ । আপনি বাই করতে চান যখন প্রাইস .৩২৩১ যাবে । তখন আপনি বাই লিমিট অর্ডার দেবেন ।

স্টপ অর্ডার

  • বাই স্টপ : যখন আপনি বর্তমান প্রাইসের চেয়ে বেশি ভ্যালুতে বাই করতে চান, তখন এটা ব্যবহার করেন ।ধরুন EUR/USD এর বর্তমান প্রাইস.৩২৬৫ । আপনি বাই করতে চান যখন প্রাইস .৩৩১৫ যাবে । তখন আপনি বাই স্টপ অর্ডার দেবেন ।

  • সেল স্টপ: যখন আপনি বর্তমান প্রাইসের চেয়ে কম ভ্যালুতে সেল করতে চান, তখন এটা ব্যবহার করেন ।ধরুন EUR/USD এর বর্তমান প্রাইস.৩২৬৫ । আপনি সেল করতে চান যখন প্রাইস.৩২৩১ যাবে ।তখন আপনি সেল স্টপ অর্ডার দিবেন ।
ট্রেইলিং স্টপ

এটা অর্ডার বক্সে পাবেন না। যখন আপনার অর্ডার প্লেস করা হবে তখন সেই অর্ডারটিতে রাইট মাউস বাটর ক্লিক করুন। সেখানে ট্রেইলিং স্টপ দেখবেন ।

ট্রেইলিং স্টপ আপনার ট্রেডের স্টপ লস পরিবর্তন করতে থাকে যখন আপনার ট্রেড লাভে খাকে । ধরুন আপনার EUR/USD সেল ট্রেড .৩২৩১ শুরু হল । আপনার স্টপ লস ছিল .৩২৬১ । আপনি ট্রেইলিং স্টপ ২০ পয়েন্ট দিলেন । তাহলে দেখবেন যখনই আপনার ট্রেড বর্তমান স্টপ লস থেকে ২০ পিপের বেশি যায় তখনই আপনার স্টপ লস পরিবর্তন হতে দেখা যায়

No comments

Powered by Blogger.