রোবটের উপকারীতা



মানুষ আজকাল বড়ই অলস হয়ে গেছে । আর তার ফলেইতো দরকার পড়ছে রোবটের । কিন্তু তাই বলে ফরেক্সে । “ ভাবা যায় ” !!!!

ঠিক তাই । প্রযুক্তির এই যুগে সবকিছুই যেন ভাবনার আগে ঘটে যাচ্ছে। আর তাইতো ফরেক্স ট্রেডিংয়ে ও আজকাল রোবট ব্যবহার করা হচ্ছে। ইচ্ছে করলেই কেউ রোবট ব্যবহার করতে পারে । কিন্তু তার ফলাফল কখনোই ভালো হবে না । কেননা অন্যান্য ক্ষেত্রের ন্যায় এখানে ও নিজেকে বিশেষ অভিজ্ঞতার অধিকারী হতে হবে। তবেই কেবল মাত্র  প্রফিট করা যাবে। কারন রোবট সেটাই করবে, যেটা তাকে করতে বলা হবে। রোবট ব্যবহারের জন্য বেশ কিছু দিক থেকে আমরা উপকৃত হচ্ছি । যেমন-

  • ট্রেডিং ওপেন হতে অতিরিক্ত সময় নেয় না।
  • অটো ট্রেডিং
  • অটো বাই/সেল 
  • নিউজ টাইম ট্রেডিং
  • মনিটরে কম সময় দেওয়া 
  • মনিটরের সামনে সারাদিন বসে না থাকা
  • ট্রেডের পাশাপাশি অন্য কাজ করা 
  • কাজের পাশাপাশি মনিটরে নজর দেওয়া  ইত্যাদি।

No comments

Powered by Blogger.