Forex Trading- Let me explain with an example. Suppose you travel to another country, the first thing you need to do is find a Currency Exchange Booth at the airport. From there you have to convert your pocket money into the money of that country.

When you go to the counter, you will see that there are many different conversion rates on one display. From there you get 100 yen with 1. You see, you have আরও 10 more. You're glad you came out with a pocket full of YEN. (But your happiness will not last long if you buy something from a store there).

      Remember, you entered the forex market without knowing what you have been doing for so long. How did you do that? Do not understand! Notice that you have already exchanged Yen with Dollar a while ago. And if you say it in the language of Forex, then you are an American and you have come to visit Japan, you have sold Yen near you and bought YEN.

Some More Important Articles About Forex Trading-

  • 1      Why trade in Forex?
  • 2     What do you need to trade Forex?
  • 3       How to trade in the Forex market?
  • 4       How to make money from Forex market?

Forex Calendar:

As long as you stay in Japan, you will have to exchange that for Yen, but the rate of exchange will never be fixed. You can get more rates tomorrow than you got today and less.

The short form of Foreign Exchange is Forex (FX), the largest financial market in the world. Now the question may be how big? The largest stock market in the world is the New York Stock Exchange (NYSE) which trades at an estimated $ 25 billion per day and the Forex market trades at an estimated $ 4 trillion per day. What, did you understand? The Forex market is the largest foreign exchange market in the world.

Bangla(বাংলা):

Forex Trading-একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন আপনি অন্য কোন দেশে ঘুরতে গেলেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হল এয়ারপোর্টে একটি Currency Exchange Booth খুঁজতে হবে। সেখান থেকে আপনার পকেটের টাকা গুলোকে ওই দেশের টাকায় কনভার্ট করে নিতে হবে।
যখন আপনি কাউন্তার গিয়ে দারাবেন তখন দেখবেন ওইখানে একটি ডিসপ্লেতে অনেকগুলো আলাদা আলাদা কনভার্সন রেট দেখাচ্ছে। ওইখানে থেকে আপনি $1 দিয়ে 100 yen পেলেন। আপনি দেখলেন যে আপনার কাছে আরও $10 আছে আপনি খুশি হয়ে পকেট ভর্তি YEN নিয়ে বের হয়ে আসলেন। (কিন্তু আপনার খুশিটা বেশিক্ষণ থাকবে না, যদি আপনি ওইখানের কোন দোকান থেকে কোন কিছু কিনে খান)।

      খেয়াল করুন, আপনি এতক্ষণ যা করলেন তা করে আপনি না জেনেই ফরেক্স মার্কেটে প্রবেশ করলেন। কিভাবে করলেন ? বুঝতে পারছেন না তাইতো! ভালো করে লক্ষ করে দেখুন আপনি কিছুক্ষণ আগেই Dollar দিয়ে Yen এক্সচেঞ্জ করেছেন। আর যদি আপনি এটাকে ফরেক্সের ভাষায় বলেন তাহলে হবে, আপনি আকজন আমেরিকান এবং আপনি জাপানে ঘুরতে এসেছেন, আপনি আপনার কাছের Dollar বিক্রি করে YEN কিনেছেন।

 ফরেক্স ট্রেড সম্পর্কিত আর কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ-
Forex Calender
আপনি যতো দিন জাপানে থাকবেন ততদিন আপনাকে $ এক্সচেঞ্জ করে Yen করে নিতে হবে কিন্তু এক্সচেঞ্জ এর রেট টা কতো হবে তা কখনোই নির্দিষ্ট থাকবে না। আপনি আজকে যা পেয়েছেন আগামিকালে তার থেকে ও বেশি রেট পেতে পারেন আবার কমও পেতে পারেন।
Foreign Exchange এর শর্টফর্ম হচ্ছে ফরেক্স (FX), এটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট। এখন প্রশ্ন থাকতে পারে কতো বড়? পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট (শেয়ার বাজার) হচ্ছে New York Stock Exchange (NYSE) যাতে প্রতিদিন আনুমানিক $25 Billion এর ট্রেড হয় আর ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড হয় আনুমানিক $4 Trillion এর। কি, কিছু বুজলেন? ফরেক্স মার্কেট হছে এই পৃথিবীর সবচেয়ে বড় Foreign Exchange Market.

ফরেক্সে ট্রেড করার জন্য আপনি Tickmill  কে বেছে নিতে পারেন । আমার IB  এ্যাকাউন্ট হলো IB59036901 যা রিয়েল এ্যাকাউন্ট খোলার সময় দরকার হবে।