ফরেক্স চার্ট (Forex Chart)




 ফরেক্স চার্ট হলএমন একটি চিত্র যেখানে ফরেক্স মার্কেটের বিভিন্ন পেয়ারের মূল্য দেখানো হয়ে থাকে । সাধারনত ফরেক্স চার্টে দুটি মুদ্রার মধ্যে সম্পর্ক দেখানো হয়ে থাকে । তবে একটি চিত্রে একসাথে একাধিক পেয়ার প্রদর্শন কা যায় । নিচে চিত্রের মাধ্যমে দোনো হলো-


 আবার ফরেক্স চার্টে বিভিন্ন টাইম ফ্রেম সেট করা আছে । যেমন- ১ মিনিট,  ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ এবং ১ মাস। ট্রেডারদের সুবিধামত তারা চার্টে টাইম সেট করতে পারে । সাধারনত বিভিন্ন প্রকার এ্যানালাইসিস করার জন্য টাইম ফ্রেম খুবই গুরুত্বপূর্ন । মূল্য প্রদর্শনের জন্য চার্টগুলিতে বিভিন্ন ডিসপ্লে মোড থাকে ।

মূল্য দেখানোর জন্য চিত্রে সাধারনত তিন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে । যথা-

  1. Bar Charts
  2. Candlesticks and
  3. Line Charts

তবে এদের মধ্যে Candlesticks বেশি ব্যবহৃত হয় । এই পদ্ধতিতে প্রতিটি টাইমফ্রেরে দামের শুরু ও শেষ দেখানো হয়ে থাকে । দামের ভবিষ্যৎ বাণী করার জন্য এই পদ্ধতিটি বেশ উপযোগী ।

No comments

Powered by Blogger.