রোবটের অপকারিতা/ক্ষতি
উপরের চিত্রটি লক্ষ্য করুন- এখানে যে লেখাটি আছে সেটা পুরাটাই ভুয়া। কিছু অসাধু ব্যক্তি নিজে লাভবান হওয়ার জন্য মানুষকে প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেচ্ছে। রোবট কেবলমাত্র সেখানেই ব্যবহার করা হয় যেখানে তাকে পরিচালনার জন্য অভিজ্ঞ কেউ থাকে । তেমনি ফরেক্সে রোবট ব্যবহার করতে হলে আপনাকে ও বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। কারন রোবটের কোন চিন্তা করার ক্ষমতা নেই । সেই চিন্তাটা আপনাকেই করতে হবে। আর অাপনার চিন্তার ফলাফল দেখাবে রোবট।
তার মানে হলো, আপনি হলেন মন আর রোবট হলো আপনার শরীর । ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হবে রোবটকে।
তবে প্রত্যেক জিনিসেরই ভালো/মন্দ দিক থাকে। তেমনি রোবট ব্যবহারের ও কিছু খারাপ দিক আছে । যেমন
- রোবটের নিজস্ব কোন বুদ্ধি নেই
- কোডিং ভুল হলে আপনার এ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে
- একসাথে অনেক গুলো ট্রেড ওপেন কেরতে পারে
- মনিটরিং করার জন্য আপনাকে অধিক সময় দিতে হবে
{{N.B}} : আপনি যদি রোবট কিনতে চান তবে যোগাযোগ করূন- 1987dibakar@gmail.com এই মেইলে।
No comments