Newyork session (নিউ ইয়র্ক সেশন)
নিউইয়র্ক সেশন সন্ধ্যা ৬টায় শুরু হয় আর রাত ২টায় শেষ হয়। ইউরোপিয়ান ও এশিয়ান সেশনের মত নিউইয়র্কও একটি বানিজ্যিক কেন্দ্র যাতে মার্কেট নজর রাখে।
নিচে টেবিল দেওয়া হলো নিউইয়র্ক সেশনের গড় মুভমেন্টের
পেয়ার
|
নিউ ইয়র্ক
|
EUR/USD
|
77
|
GBP/USD
|
68
|
USD/JPY
|
34
|
AUD/USD
|
68
|
NZD/USD
|
62
|
USD/CAD
|
67
|
USD/CHF
|
56
|
EUR/JPY
|
72
|
GBP/JPY
|
77
|
AUD/JPY
|
71
|
EUR/GBP
|
36
|
EUR/CHF
|
-
|
বেশিরভাগ অর্থনৈতিক খবর সেশনের শুরুর দিকে প্রত্যাশিত হয়। মনে রাখবেন যে শতকরা ৮৫% ট্রেডে ডলার অন্তর্ভুক্ত থাকে। তাই যদি ইউএস থেকে কোন বড় অর্থনৈতিক খবর প্রতাশিত হয়, তাহলে গোটা মার্কেট মুভ করার সম্ভাবনা থাকে।
ইউরোপিয়ান সেশন শেষ হয়ে গেলে মানে নিউইয়র্ক সেশনের মাঝের দিকে মার্কেটে শিথিলতা নামতে দেখা যেতে পারে।
শুক্রবারে মার্কেট খুব শিথিল থাকতে পারে অথবা অপ্রত্যাশিত মুভমেন্ট দেখা যেতে পারে। এর কারন হল যে মার্কেট বন্ধ হয় এবং ট্রেডাররা ট্রেড ক্লোজ করে দেয় সাপ্তাহিক বন্ধের আগে।
No comments