মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স (ম্যাকডি)


গ্যারাল্ড আপেল নামক একজন ম্যাকডি ইন্ডিকেটরটি ডেভেলপ করেছেন। গেরাল্ডের মতে ম্যাকডি ফাস্ট এবং স্লো মুভিং মার্কেটের জন্য উপযুক্ত একটি ইন্ডিকেটর। ম্যাকডি ২টা মুভিং এ্যাভারেজের মধ্যে তারতম্য দেখায়। যেহেতু এটার মুভমেন্ট প্রাইস মুভমেন্টের সাথে হয়ে থাকে তাই এটার কোন আপার অথবা লোয়ার লিমিট থাকে না।

ম্যাকডি সাধারনত ২ ধরনের হয়ে থাকে।


  • ১ লাইনের ম্যাকডি
  • ২ লইিনের ম্যাকডি

(নিম্নের চার্টে লাল লাইনকে সিগন্যাল লাইন বলে)

টু লাইন ম্যাকডি

১ লাইনের চেয়ে ২ লাইনের ম্যাকডিকে আপনাদের কাছে বেশি উপকারী বলে মনে হবে।  ম্যাকডি গননার সূএটি হল

ম্যাকডি সুত্র

ম্যাকডি দিয়ে ট্রেডিয়ে নিম্নোক্ত সিগন্যালগুলো অন্তর্ভূক্ত থাকে:

ম্যাকডি লাইন ক্রসওভার - যখন ম্যাকডি লাইন একটা আরেকটাকে ক্রস করে তখন ট্রেন্ড পরিবর্তনের সিগন্যাল দেয়।

ম্যাকডি হিস্টোগ্রাম ০ এর উপরে/নিচে - উপরে থাকলে বুলিশ মার্কেট আর নিচে থাকলে বিয়ারিশ মার্কেট।

ম্যাকডি হিস্টোগ্রাম ০ থেকে সরে গেলে - বর্তমান ট্রেন্ডের শক্তিশালী হওয়ার কনফারমেশন দেয়।

ম্যাকডি হিস্টোগ্রাম ডাইভারজেন্স - অতিসওর ঘটিত রিভার্সালের সংকেত দিয়ে থাকে। (ডাইভারজেন্স সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে।)


আগে বলেছিলাম যে ম্যাকডি ফাস্ট ও স্লো দুই মার্কেটের জন্য উপযোগী। গেরাল্ডের মতে স্ট্যান্ডার্ড সেটিং (১২,২৬,৯) মার্কেটে সবচেয়ে ভাল ফলাফল দিয়ে থাকে। আপনি যদি চান তাহলে ম্যাকডি নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। ম্যাকডির অন্যান্য জনপ্রিয় সেটিং হল:

•    ৬,১২,৫
•    ৭,১০,৫,
•    ৫,১৩,৮

চলুন স্ট্যান্ডর্ড ম্যাকডি সেটিং (১২,২৬,৯) চার্টে কীভাবে থাকে তা দেখি:

ম্যাকডি ট্রেডিং


খাড়া গোল্ডেন লাইনগুলো যেই পয়েন্টে আকা সেই দিকে লক্ষ্য করুন:

  • ২ লাইন -  ম্যাকডি EMA ক্রসওভারের আগে ক্রস করে যা ট্রেড সিগন্যাল আগে দিয়ে থাকে।
  • ২ লাইন - ম্যাকডি লাইন ক্রস করে সেল সিগন্যাল দিয়েছে, কিন্তু এখানে বায়িং প্রেসার বেশি ছিল তাই এটা ফলস সিগন্যালে পরিনত হয়েছে। এই ক্ষেএে EMA আপনাকে ফলস সিগন্যাল দেয় নি।
  • ৩য় লাইন - ম্যাকডি EMA ক্রসওভারের আগে ক্রস করে যা ট্রেড সিগন্যাল আগে দিয়েছে।
  • ৪র্থ লাইন - ২য় পয়েন্টের ঘটনা আবার ঘটেছে।
  • ৫ম এবং ৬ষ্ঠ লাইনে ম্যাকডি ক্রসওভারে লসের সম্মুখীন হতে হত না।
  • ১ লাইনের ম্যাকডিটার দিকে লক্ষ্য করুন। আপনি ফলস সিগন্যাল কম দেখতে পাচ্ছেন। আবার ভাল একটা সিগন্যাল দেরিতে দেখতে পাচ্ছেন।

চার্টে আরো ২ টা জিনিস লক্ষ্য করুন। ২ লাইনের ম্যাকডি হিস্টোগ্রাম ০ এর উপরে নিচে যাচ্ছে যখন ফাস্ট EMA স্লো EMA কে ক্রস করছে। আর ১ লাইনের ম্যাকডি ০ এর উপরে নিচে যাচ্ছে যখন ২৬ EMA ১২ EMA কে ক্রস করছে।

এতক্ষনে আপনার বুঝতে পাচ্ছেন যে ম্যাকডি যত ভাল ইন্ডিকেটরই হোক না কেন, এটা ফলস সিগন্যাল থেকে আপনাকে বাচাতে পারবে না। ২ টা ইন্ডিকেটরেরই দুর্বলতা আছে যা আপনাকে অন্য কোন কিছু দিয়ে পূরন করতে হবে।

No comments

Powered by Blogger.