How to make money in Forex (ফরেক্সে কিভাবে উপার্জন করা যায়) ?

Many people ask how to make money in Forex? What is the income?
I am referring to them.
You trade currencies in the Forex market. You trade currencies thinking that the value of the currency will increase or decrease compared to the other.
Suppose you want to buy ইউরো 10,000 for US dollars.
€ 1 = $ 1.35
Then you need to buy that 10,000
$ 1.35 X 10,000 = $ 13,500
1 month later the price of Euro became 1.4200. You closed your trade. Then you get it
$ 14,200- $ 13,500 = 600
If the price of 1 dollar is 75 rupees
$ 13,500 = $ 65 X 13,500 = 1,012,500 only
Don't be upset. You do not need so much money to trade.
How to read currency value in forex
The value of the currency is always calculated in pairs. Because when you buy one currency you sell another.
If you do not understand, look again at the example above. You bought Euros with US Dollars. We see the currency value as shown below. The picture shows how many dollars are needed for € 1.
Here the euro is the base currency and the USD is the quote currency. When you buy, you can see how many units of quote currency you need to buy 1 unit base currency. When you sell, you can see how much base currency you will get for 1 unit of quote currency.
You buy when you think the base currency will appreciate. You sell when you think the base currency will depreciate.

Long or Short:

You must first determine whether you will buy or sell currency pairs. If you want to buy, you are thinking that the value of the currency will increase. This purchase is called Long.
If you want to sell, you are thinking that the value of the currency will decrease. This sale is called Short. Remember
Buy = Long
Sell ​​= Short
Bid / Ask
There are two prices in any currency pair. See the image below. The first is the bid price and the second is the ask price. The value of the bid price will always be less than the ask price.
Bid - Ask = Spread
Spread is the broker's dividend that is deducted from the inside of your trade. Notice that when you place a buy order, the trade starts at the Ask price and when you place a Sell order, the trade starts at the Bid price. Also note that your trade starts with a small loss. This is because the broker has deducted the spread from your trade. Note that not all currencies have the same spread.

Bangla(বাংলা):

অনেকেই প্রশ্ন করেন ফরেক্সে কিভাবে আয় করা যায়? আসলেই কি আয় হয়?
তাদের উদ্দেশ্য করে বলছি-

আপনি ফরেক্স মার্কেটে কারেন্সি কেনাবেচা করেন আপনি এই চিন্তা করে কারেন্সি কেনাবেচা করেন যে, কারেন্সির মূল্য একটা অন্যটার তুলনায় বাড়বে অথবা কমবে

ধরুন আপনি১০,০০০ ইউরো কিনতে চাচ্ছেন ইউএস ডলারের বিনিময়ে

= $.৩৫

তাহলে১০,০০০ কিনতে আপনার লাগবে

$.৩৫ X ১০,০০০ = $১৩,৫০০

১মাস পরে ইউরোর দাম .৪২০০ হলো আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দিলেন তাহলে আপনি পাচ্ছেন

$১৪,২০০-$১৩,৫০০= $৭০০

যদি ১ডলারের দাম ৭৫ টাকা হয় তাহলে

$১৩,৫০০= $৭৫ X ১৩,৫০০= ,০১২,৫০০ টাকা মাত্র

মন খারাপ করবেন না আপনার ট্রেড করতে এত টাকার প্রয়োজন নেই

ফরেক্সে কারেন্সি মূল্য কিভাবে পড়ব

কারেন্সির মূল্য সবসময় জোড়ায় গননা করা হয় কারন আপনি যখন একটি কারেন্সি কিনেন তখন অন্য একটি কারেন্সি বিক্রি করেন

না বুঝে থাকলে উপরের উদাহরনটা আবার দেখুন আপনি ইউএস ডলার দিয়ে ইউরো কিনেছিলেন কারেন্সি ভ্যালুকে আমরা নিম্নের ছবির মত দেখে থাকি ছবিটিতে জন্য কত ডলার প্রয়োজন তা দেখাচ্ছে

এখানে ইউরো হলো বেস কারেন্সি আর ইউএসডি হলো কোট কারেন্সি যখন আপনি কিনেন তখন আপনি দেখতে পারেন যে আপনার ইউনিট বেস কারেন্সি কিনতে কত ইউনিট কোট কারেন্সি প্রয়োজন আপনি যখন বিক্রি করেন তখন আপনি দেখতে পারেন যে, আপনি ইউনিট কোট কারেন্সির বিনিময়ে কত বেস কারেন্সি পাবেন

আপনি তখন কিনবেন যখন মনে করবেন যে, বেস কারেন্সির মুল্য বৃদ্ধি পাবে আপনি তখন বিক্রি করবেন যখন মনে করবেন যে, বেস কারেন্সির মুল্য কমবে

Long নাকি Short:

আপনি প্রথমে নির্ধারন করবেন যে, আপনি কারেন্সির পেয়ার (জোড়া) বাই না সেল করবেন যদি আপনি বাই (ক্রয়) করতে চান তাহলে আপনি চিন্তা করছেন যে কারেন্সির ভ্যালূ বাড়বে এই কেনাকে Long বলা হয়

যদি আপনি সেল (বিক্রয়) করতে চান তাহলে আপনি চিন্তা করছেন যে কারেন্সির ভ্যালু কমবে এই সেল করাকে Short বলা হয় মনে রাখাবেন

Buy = Long

Sell = Short

Bid/Ask

যে কোন কারেন্সি পেয়ারে দুইটি প্রাইস দেখা যায় নিচের ছবিটি দেখুন প্রথমটি হল Bid প্রাইস আর পরেরটি হল Ask প্রাইস Bid প্রাইসের ভ্যালু সবসময় Ask প্রাইসের চেয়ে কম থাকবে

Bid – Ask = Spread

Spread হল ব্রোকারের লভ্যাংশ যা আপনার ট্রেডের ভিতর থেকে কেটে নেয় লক্ষ্য করবেন যে আপনি যখন Buy অর্ডার দেন, তখন ট্রেড Ask মূল্যে শুরু হয় আর যখন Sell অর্ডার দেন, তখন ট্রেড Bid মূল্যে শুরু হয় তাছাড়া আরো লক্ষ্য করবেন যে, আপনার ট্রেড কিছুটা লস দিয়ে শুরু হয়েছে এটার কারন হল যে ব্রোকার আপনার ট্রেড থেকে স্প্রেড কেটে নিয়েছে মনে রাখবেন যে সব কারেন্সির স্প্রেড সমান না

No comments

Powered by Blogger.