ফরেক্স মার্কেটে মূলত তিন ধরনের এনালাইসিস রয়েছে। আখন আমরা আপনাকে এই এনালাইসিস গুলোর সাথে পরিচয় করিয়ে দিবো।
    • 1. Technical Analysis
    • 2. Fundamental Analysis
    •  3. Sentimental Analysis




      উদাহরণ সরূপ, ফরেক্স মার্কেটকে একটি তিন পা ওয়ালা একটি টুল হিসাবে চিন্তা করলে ছবিটি দেখতে অনেকটা এরকম হবে। যদি এই টুলের যেকোনো একটি পা দুর্বল হয়ে যায় তাহলে এটা আপনার ওজন ধরে রাখতে পারবে না এবং আপনাকে নিয়ে ভেঙে পরে যাবে। ফরেক্স মার্কেটটিও অনেকটা একই রকমের। যদি আপনি যেকোনও একটি এনালাইসিস নিয়ে থাকেন তাহলে আপনার ট্রেডেও লসে ক্লোজ হবার সম্ভাবনা থাকবে।

      Technical Analysis

      Technical Analysis হচ্ছে এমন একটি অবস্থা যার মাধ্যমে ট্রেডাররা মার্কেটের প্রাইস মুভমেন্ট সম্পর্কে ধারনা করে থাকেন।
      ট্রেডাররা এখত্রে মার্কেটের আগের High/Low হিসেব করে করে বর্তমান প্রাইস মুভমেন্ট সম্পর্কে একটি ধারনা করে থাকেন। ফরেক্সের ভাষায় একটি প্রবাদ আছে,
      “History tends to repeat itself”
      মূলত এটাই হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস, যদি প্রাইস আগে কোনও নির্দিষ্ট সাপোর্ট/রেসিসটেন্স এর মধ্যে থাকে তাহলে ট্রেডাররা ওই আগের প্রাইস মুভমেন্টের হিসেব করে নিউ ট্রেড পজিশন নিয়ে থাকে।

      টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে মার্কেট প্রাইস আগে যেভাবে রিএক্ট প্রাইস বরতমানেও সেই একিভাবে রিএক্ট করতে পারে। কারেন্সি ট্রেডিং এ, কেউ যদি বলে টেকনিক্যাল এনালাইসিসের কথা তাহলে সবার আগেই মাথায় আসবে চার্টের কথা। কারন একমাত্র চার্টি হচ্ছে পূর্বের (Historical) মুভমেন্ট দেখার সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ উপায়।
      আপনি যদি আপনার চার্টের আগের অবস্থা দেখেন তাহলে সে আনুশারে আপনি একটি ভালো মার্কেট ট্রেন্ড দেখে নতুন ট্রেড নিতে পারবেন।

      Fundamental Analysis

      ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে এমন একটি অবস্থা যেটা একটি দেশের Economic, Social & Political অবস্থা বিচার-বিশ্লেষণ করে ওই দেশের বর্তমান অর্থনৈতিক কন্ডিশন কি সেটার একটি সম্যক ধারনা প্রদান করে থাকে। আপনাকে বুঝতে হবে কি কারনে বিভিন্ন দেশের বিভিন্ন নিউজ যেমন, Unemployment Rate এর রেশিও বাড়ার কারনে ওই দেশের কারেন্সি মার্কেটে এবং Monitory Policy তে কিভাবে প্রভাবিত হয়।
      এই ধরনের এনালাইসিসের প্রধান কারন হচ্ছে ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক আবস্থা অনেক ভালো এবং যার কারনে তাদের মুদ্রা আরও বেশী শক্তিশালী হবে। অর্থনৈতিক আবস্থা ভালো কোনও দেশে, বৈদেশিক বিনিয়োগের পরিমাণ অনেক বেশী থাকে এবং তা বাড়তেই থাকে, এসব বিনিয়গের কারনে ওই দেশের মুদ্রা ব্যাবহার করার প্রয়োজন দেখা দেয় কারন আপনাকে বিনিয়গের সম্পদ কেনার জন্য ওই দেশের মুদ্রা ব্যাবহার করতে হবে।
      সুতরাং ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে,
      একটা উধাহরন নিয়ে বুঝিয়ে বলছি, ধরুন U.S. Dollar (USD) আরও বেশী শক্তিশালী হচ্ছে কারন U.S. Economy আগের থেকে আরও বেশী উন্নত হচ্ছে, তাহলে এই Economic Growth এবং Inflation কে নিয়ন্ত্রনে রাখবার জন্য কেন্দ্রীয় ব্যাংকের Interest Rate বাড়াতে হবে। তারমানে USD সম্পদ হিসাবে আরও বেশী আকর্ষণীয় হবে সবার কাছে। এইকারনে, নতুন উদ্যোক্তারা ভবিষ্যতের জন্য USD কিনবেন, এই কারনে USD আরও বেশী শক্তিশালী হবে এবং এর ডিম্যান্ডও আগের থেকে বাড়তে থাকবে।
      এধরনের Economical Events নিয়ে আরও পরে আরও বেশী করে আলোচনা করবো এবং এতাও জানবো এসব নিউজের প্রভাব কিভাবে একটা দেশের Economic Condition এর উপর পরে।
      কিন্তু এখন ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে, কোনও দেশের বর্তমান এবং ভবিষ্যৎ কারেন্সির অবস্থা শক্ত নাকি দুর্বল এটা পরিমাপ করার একটি পদ্ধতি।

      Sentiment Analysis

      এতখন পর্যন্ত আমরা জেনেছি কিভাবে প্রাইস একশন মার্কেটকে প্রভাবিত করে থাকে। কিন্তু ফরেক্স ট্রেডারদের জন্য এটা এতটাও সহজ নয়। এ কারনেই Sentiment Analysis অনেক গুরুত্বপূর্ণ।
      প্রত্যেক ট্রেডারদের তাদের আলদা আলাদা মার্কেট বিশ্লেষণ ক্ষমতা আছে। মার্কেট মূলত, আপনি, আমি এবং আরও যারা ট্রেডার আছেন তাদের একসাথে প্রতিফলন করে থাকে। প্রত্যেক ট্রেডার তাদের নিজ নিজ বিচার-বিস্লেশন করার মাধ্যমে তাদের পজিশন নিয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, ফরেক্স মার্কেটকে আপনি কখনই আপনার জন্য ভালো হবে এভাবে আনতে পারবেন না। যদি আপনি মনেও করে থাকেন, USD আরও বেশী শক্তিশালী (BUY) হবে কিন্তু অন্য বাকি ট্রেডাররা এটাকে দুর্বল (Sell) পজিশন নিয়ে থাকবে। এখানে আপনার কিছুই করার থাকবে না। একজন ফরেক্স ট্রেডার হিসাবে আপনাকে এই সবকিছুকে বিবেচনায় রাখতে হবে। আপনাকে Sentiment Analysis করে দেখতে হবে। আপনার নিজের বিচার-বিশ্লেষণ করে দেখতে হবে আপনি Buy নাকি Sell এ যাবেন? আমরা আপনাকে শিখাব কিভাবে কারেন্সি মার্কেটকে আপনি Sentiment Analysis এর মাধ্যমে আপনার জন্য লাভজনক করে নিতে পারবেন।