What is Analysis ( অ্যানালাইসিস কি ) ?
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে।
অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন।
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। মূল কথা হলো ট্রেডের জন্য আগে পর্যবেক্ষন পরে নিরীক্ষন এবং শেষে পরীক্ষন। কোন কিছু দেখে তার ভবিশ্যৎ কেমন হতে পারে তার অনুমানই হলো অ্যানালাইসিস । আপনি যদি অ্যানালাইসিস করতে না পারেন তবে কখনোই সফল হতে পারবেন না। কোন কিছু আগে কেমন ছিল এখন কেমন আছে এবং এর ধারাবাহিকতায় ভবিষ্যতে কেমন হতে পারে তার বিশ্লেষনই হলো অ্যানালাইসিস ।
অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। মূল কথা হলো ট্রেডের জন্য আগে পর্যবেক্ষন পরে নিরীক্ষন এবং শেষে পরীক্ষন। কোন কিছু দেখে তার ভবিশ্যৎ কেমন হতে পারে তার অনুমানই হলো অ্যানালাইসিস । আপনি যদি অ্যানালাইসিস করতে না পারেন তবে কখনোই সফল হতে পারবেন না। কোন কিছু আগে কেমন ছিল এখন কেমন আছে এবং এর ধারাবাহিকতায় ভবিষ্যতে কেমন হতে পারে তার বিশ্লেষনই হলো অ্যানালাইসিস ।
অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
- ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)।
- টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)।
- সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)।
আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।
No comments