ফরেক্সে ট্রেড করতে কি লাগে?
বর্তমান বিশ্বে সবথেকে বড় মানি মার্কেট হলো ফরেক্স মার্কেট। ফরেক্স হলো মুদ্রার বিনিময় । অর্থাৎ কোন একটি মুদ্রার বিনিময়ে অন্য একটি মুদ্রা পাওয়া । যেমন- EUR/USD পেয়ার দ্বারা বুঝায় EUR এর বিপরীতে USD বেচা/কেনা। অথবা USD এর বিপরীতে EUR কেনা/বেচা। আর ফরেক্সের সবথেকে বড় সুবিধা হলো এটি যে কোন সময় যে কোন জায়গায় বসে করা যায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ফরেক্সে ট্রেড করতে না-জানি কি লাগে। তার সহজ উত্তর হলো - তেমন কিছুই লাগে না। ফরেক্সে ট্রেড করতে যা যা লাগে তা হলো-
- একটি মোবাইল/কম্পিউটার । তবে কম্পিউটার হলে ভালো হয়।
- কম্পিউটার সম্পর্কে জ্ঞান না থাকলে ও হবে। কেবলমাত্র কম্পিউটার ON/OFF করতে পারলে হবে।
- কিছু মূলধন । কারন ইনভেস্ট করে তারপর ট্রেড করতে হয়।
- ফরেক্স সম্পর্কে কিছু জ্ঞান।
- সময়
- ধৈর্য
- লস করার মানসিকতা
- লোভ পরিত্যাগ করা ।
- সহনশীলতা
- এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
No comments