ফরেক্স ইনকাম

 


সাধারনত ইনকাম ৩ প্রকার। যথা-
  1. এক্টিভ ইনকাম
  2. প্যাসিভ ইনকাম এবং
  3. পেপার ইনকাম।
এক্টিভ ইনকাম হল সেই ইনকাম বা আয় , যা আপনি কায়িক বা মানসিক শ্রম দিয়ে দিনের বেশিরভাগ সময় কাযে লাগিয়ে ইনকাম করছেন। যেমন ধরুন আপনি কোন জায়গায় চাকরি করেন, সেখানে ৯-৫ টা জব করে বেতন পান।

প্যাসিভ ইনকাম হল সেই ইনকাম বা আয়, যাতে আপনার বেশি সময় দেয়া লাগে না, উপরন্তু মানসিক শ্রম কাজে লাগানো লাগে। যে কোন ধরনের ইনভেস্টমেন্ট, যেমন স্টক, ফরেক্স,(ওয়াল স্ট্রিট বিজনেস) বা কোন স্ট্রিট বিজনেস (ইম্পোর্ট এক্সপোর্ট, ম্যানুফেকচার ইত্যাদি...) ।

আর পেপার ইনকাম হল সোজা বাংলায় সম্পত্তি থেকে ইনকাম... যেমন বাড়ি বানিয়ে ভাড়া দিলেন, বা জমি বিক্রি করে করে যে টাকা পাওয়া যায়। বন্ড ও কিন্তু পেপার ইনকামের মধ্যেই পড়ে।

এই ৩ প্রকারের ইনকাম, যে ভালভাবে করতে পারে, সেই সফল হয়। রবার্ট কিয়োসাকি, ওয়ারেন বাফেট, প্রত্যেকেই আগে এক্টিভ ইনকাম থেকে পেপার ইনকাম করেছেন, এবং এর বাকি অংশের কিছু সঞ্চয় করে পরে তা প্যাসিভ ইনকামে কনভার্ট করেছেন।
ইনভেস্টমেন্ট যেহেতু প্যাসিভ ইনকামের মধ্যেই পড়ে... তাই ট্রেডিং এক অর্থে প্যাসিভ ইনকামই। ট্রেনিং বা সেমিনার সে ক্ষেত্রে এক্টিভ ইনকাম, কারন সেখানে সরাসরি শ্রমের মাধ্যমে ইনকাম হচ্ছে। আইবি ইনকাম হল অনেকটা পেপার ইনকামের মত, আপনার রেফারেল একাউন্ট যতক্ষন মার্কেটে আছে, ট্রেড করছে, আপনি কমিশন পাচ্ছেন, যেভাবে কোন জমি যতক্ষন উর্বর আছে, ততক্ষন তার দাম ও আছে। তবে ব্রোকারের মার্কেটিং এর জন্য বেতনভুক্ত হলে, সেই ইনকাম অবশ্যই এক্টিভ ইনকাম। আর ফান্ড ম্যানেজিং বলা যায় প্যাসিভ ইনকাম, কোন কোন ক্ষেত্রে সেটা এক্টিভ ইনকাম (যদি ইন্ট্রাডে স্ক্যাল্পিং করে তো)। আর সিগনাল সার্ভিস দেয়াটাও প্যাসিভ ইনকামের মধ্যেই পড়ে। ডলার কেনাবেচা যেহেতু মুখে মুখে ট্রাস্ট ইস্যুতেই হচ্ছে, তাই সেক্ষেত্রে সেটা প্যাসিভ ইনকাম (যদি কেউ ছোট পরিসরে করে)। তবে বড় পরিসরে ফুল টাইম ডলার কেনাবেচা নিয়েই পড়ে থাকলে সেই ইনকাম অবশ্যই এক্টিভ ইনকাম।
দেখলেন, কি সুন্দর ভাবে ফরেক্স রিলেটেড বিভিন্ন ইনকামের শ্রেনীবিভাগ হয়ে গেল ! শুধু ভিটামিন এ খাইয়ে কেউ সফল ট্রেডার হয় না রে ভাই। তার ভিটামিন বি, সি, ডি সবই খাওয়া লাগে। তেমনিভাবে সফল হতে হলে এই ৩ প্রকারের ইনকামই জরুরি। এখন কেউ যদি কেউ অন্য প্রকারের ইনকামের দিকে ধাবিত হয়, তার মানে কি তারা অন্য দিকে অসফল ? না রে ভাই। বেহুদা এত নেগেটিভিটি নিয়া ক্যাম্নে ঘুমান রাইতে ? এক প্রকারের ইনকাম হতে থাকলে অন্য প্রকারের ইনকামের দিকে কেউ ধাবিত হলে অসুবিধা কোথায়??
আমার মতে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বেশি চায়। তার স্বাধীনতা আছে অন্য ইনকামের দিকে ধাবিত হয়ে তার ব্যালেন্স শীটে টাকা আসার পরিমান ভারী করা। আমার দৃষ্টিকোন থেকে তাই কোন ব্যাক্তি যদি অন্য ইনকামের সোর্সের দিকে ধাবিত হয়, তবে প্রথমেই তার দিকে আঙ্গুল না তোলাটাই আশা করি বুদ্ধিমানের কাজ হবে।

No comments

Powered by Blogger.