মাল্টি-টাইমফ্রেম অ্যানালাইসিস
মাল্টিটাইমফ্রেম অ্যানালাইসিস হল ভিন্ন টাইমফ্রেমে একই পেয়ারে একই প্রাইসের উপর অ্যানালাইসিস করা। মনে আছে একটা কারেন্সি পেয়ারকে কয়েকটা টাইমফ্রেমে দেখা যায় – ডেইলি, ১ ঘন্টার, ১৫ মিনিটের অথবা ১ মিনিটের চার্টে?
এর মানে ভিন্ন ভিন্ন ট্রেডাররা ভিন্ন মতামত দিতে পারে আর তারা তাদের দিক থেকে সঠিক হতে পারে। যেমনঃ টম মামা ৪ ঘণ্টার চার্ট দেখে বলতে পারে ইউরো/ইউএসডি ডাউন্ট্রেন্ডে আছে। আবার জেরি চাচা ১৫ মিনিটের চার্ট দেখে বলতে পারে যে ইউরো/ইউএসডি রেঞ্জিং মার্কেটে আছে। তারা দুজনেই সঠিক হতে পারেন।
যেকোনো একটা টাইমফ্রেমের উপর নির্ভর করবে? নাকি একটা পয়সা ছুড়ে বাই/সেলের ডিসিশন নেবে?
প্রথমে একটি নির্দিষ্ট টাইমফ্রেমে ট্রেড করতে হবে। যাতে করে সেই টাইম ফ্রেম সম্পর্কে একটা ধারনা আসে । এভাবে বিভিন্ন টাইম ফ্রেমের সাথে ট্রেড করে তারপর সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পজিশনে ট্রেড করবো।
No comments